বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী
কায়সার সামির (মুন্সিগঞ্জ):
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুন্সিগঞ্জে পালিত হলো বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (১৪ জুন) সকাল ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্টির জেলা কমিটির উদ্যোগে ভাষা শহীদ থেকে মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের পুরাতন কাচারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুন্সিগঞ্জ জেলা সম্পাদক শেখ মো. শিমুলের নেতৃত্বে এসময় জেলা বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব অনিক মিয়া, পার্টির কর্মী মোঃ রিয়াজ সহ ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক শেখ মো. শিমুলের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।