শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ
এ এস রায়হান (সিলেট):
সুনামগঞ্জে র্যাবের হাতে পরিবহন শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। রোববার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাও বাস টার্মিনাল এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। পরে দুপুর দেড়টার দিকে এসএমপি’র জালালবাদ থানাপুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এরআগে রোববার সকালে সুনামগঞ্জের জাউয়া এলাকা থেকে সিলেটের কুমারগাঁও বাস-মিনিবাস সড়ক উপকমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ দুজনকে আটক করে র্যাব। এর প্রতিবাদে দুপুর ১২ টার দিকে শ্রমিকরা সিলেটের কুমারগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বলেন, আমাদের সিলেট জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ উপ-কমিটি কুমারগাঁও শাখার সাংগঠনিক সম্পাদককে র্যাব আটক করেছে। এই খবর শ্রমিকরা জানার পর তারা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের সাথে আলাপ হওয়ায় অবরোধ সরানো হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সুনামগঞ্জে র্যাব দুজন শ্রমিককে আটক করেছে। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এরপর দুপুর ১২টার দিকে সিলেটের কুমারগাঁওয়েও রাস্তায় অবস্থান নেন তারা। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বললে দুপুর দেড়টার দিকে তারা অবরোধ তুলে নেন।