শিরোনাম

South east bank ad

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে দিনভর যানবাহনের ধীর গতি

 প্রকাশ: ১৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে ট্রাক্টর উল্টে আগুন লেগে ট্রাক্টরে থাকা দু'জন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং ৭জন আহত হয়। শনিবার (১২ জুন) দিনগত ভোর রাতে সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এই ঘটনা ঘটে। অপরদিকে এ দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পুংলী সেতু পর্যন্ত দিনভর বিভিন্ন ধরনের যানবাহনকে ধীরগতিতে থেমে থেমে চলাচল করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালক ।

টি আর ট্রাভেলসের যাত্রী ফরিদা পারভীন বলেন, জররী প্রয়োজনে বাড়িতে (বগুড়া) যাচ্ছি, গরমে যানজটে গ্ড়ীতে বসে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেলাম ।

ট্রাক চালক খলিল জানান, ৩ ঘন্টায় রাবনা থেকে সেতু পর্যন্ত আসছি।

এলেঙ্গা বাসস্ট্যান্ডের বাসিন্দা মোঃ সিদ্দিকুর রহমান জানান, সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত যানজটে গ্ড়ীর ধীর গতি দেখা যায়। আর এসময় যানবাহনের হর্ণের উচ্চ শব্দে অতিষ্ট হয়ে গেছি ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনায় ট্রাক্টরে আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। উত্তরবঙ্গ লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: