পঞ্চগড় পৌরসভা সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
সর্ব উত্তর সীমান্তের পঞ্চগড় পৌরসভার (৬ষ্ট তলা) বিশিষ্ট মিউনিসিপ্যাল সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুরে পৌরসভা চত্ত্বরে পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ প্রকল্পের আওতায় পঞ্চগড় পৌরসভায় ৬ তলা বিশিষ্ট মিউনিসিপ্যাল সুপার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যন ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখ,পৌর প্যানেল মেয়র সফিকুল ইসলাম. পৌর কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পঞ্চগড় পৌরসভার ৬ তলা বিশিষ্ট মিউনিসিপ্যাল সুপার মার্কেটের নির্মান কাজে ব্যয় ৫০ কোটি টাকার মধ্যে প্রথম পর্যায়ে ১৫ কোটি টাকা পৌরসভা সুপার মার্কেট নির্মান কাজে ব্যয় হবে।