সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলা পরিষদ সদস্য রুনুর বিরুদ্ধে দোকান দখলের ষড়যন্ত্রের অভিযোগ
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠি জেলা পরিষদের সদস্য ও মহিলা আওয়ামীলীগ নেত্রী নাছিমা আক্তার রুনুর বিরুদ্ধে নলছিটি উপজেলার মানপাশা বাজারে দোকান দখলের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকার বাসিন্দা মোঃ আক্তারুজ্জামান। রোববার নলছিটি ফেরিঘাট এলাকার তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ৬ নং কুশংঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান (দোকানঘর) ২৫ বছর যাবৎ পরিচালনা করে আসছি । দোকানের পজিশন সহ বাজার কমিটির সভাপতির স্বাক্ষরকৃত যাবতীয় কাগজপত্র আমাদের নামে । নিয়মিত ট্যাক্স পরিশােধ করায় হালনাগাদ ডিসিআর রশিদও আমাদের নামেই আছে । তাছাড়া দোকানে আমাদের অনুমান ৩ লক্ষ টাকার মুদি-মনোহরি ছাড়াও আরএফএল এর আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল আছে । এই দোকান ঘরটি স্থানীয় প্রভাবশালী ঝালকাঠি জেলা পরিষদের সদস্য নাছিমা আক্তার রুনুর নেতৃত্বে তার ছেলে - মেয়ে সন্ত্রাসী লােকজন নিয়ে জবর দখল করার পায়তারা করছে । ইতিপূর্বে গত রমজান মাসে আমার দোকান চলাকালে তাহারা আমার ভােগদখলীয় দোকানে এসে তান্ডব ও ভাঙচুর চালায় । বাজার কমিটি সহ স্থানীয় চেয়ারম্যানকে জানালে বাজার কমিটির লােকজন উপস্থিত হলে তাদের সামনেই দোকানে তালা দিয়ে চাবি বাজার কমিটিকে হস্তান্তর করি । নাছিমা আক্তার জোর পূর্বক সেই তালার উপরে আরেকটি তালা লাগিয়ে হুমকি দিয়ে চলে যায় । দোকানের মধ্যে কয়েকলাখ টাকার মালামাল আটকানাে অবস্থায় আছে । এঅবস্থায় মালামাল নষ্ট হওয়ায় বড় ধরনের অার্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠকের মাধ্যমে সুরাহার চেষ্টা করলেও নাছিমা আক্তার রুনু কাউকে তােয়াক্কা করে না। ক্ষমতার অপব্যবহার করিয়া জোর জবরদস্তি করিয়া আমার ভােগদখলীয় দোকান ঘরটি দখল করিয়া নেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে । বিগতদিনের একটি চুক্তির নকল কাগজ বের করে দোকানের মালিকানা দাবি করে দোকান অথবা ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে আমাদের মেরে ফেলার হুমকি দেয়। নাছিমা আক্তার রুনুর হাত থেকে দোকান ও জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার।