অবশেষে তালিকাভুক্ত সেই তিন ভাতাভোগি চাউল পেয়েছে
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তালিকাভুক্ত সেই তিন মহিলা ভিজিডি’র চাউল পেয়েছে। দেশের অন্যতম অন লাইন পোর্টাল bdfinancialnews24-6c6259.ingress-earth.easywp.com এ গত ২৭ মে ‘ ফুলবাড়িয়ায় তালিকায় নাম থাকার পরও চাউল না পাওয়ার অভিযোগ’ শিরোনামে নিউজ প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত নামে। তদন্তে অভিযোগের সততা পাওয়ায় ১নং ওয়ার্ডের বাসিন্দা মোছা: নারগিস আক্তার, শরিফা আক্তার খাতুন ও মোছা: জরিনা খাতুন তাদের অধিকার ফিরে পেয়েছেন। ৮জুন ৩০ কেজি হারে ৪মাসের ১২০কেজি প্রতিজন চাউল পেয়েছেন। তাদের অধিকার ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সংরক্ষিত ইউপি সদস্য, সংবাদকর্মী, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১নং ওয়ার্ডের বাসিন্দা মোছা: নারগিস আক্তার ও মোছা: জরিনা খাতুন গত ২৫ মে ও শরিফা আক্তার খাতুন ২৭ মে নাম অন্তুভুর্ক্ত হওয়ার পরও চাউল না পাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন।