ত্রিশালে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের ত্রিশালে এক বসত বাড়ীতে অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা সকল আসবাপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব কিছুই পুড়ে ছাঁই হয়ে যায়। উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বসতঘরে আকস্মিক ভাবে আগুন লেগে যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পরলে ততক্ষনে ঘরে থাকা সকল আসবাব ও কাগজপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন সিরাজুল ইসলাম।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আমরা ঘটনাস্থল থেকে ফোন পাওয়ার সাথে সাথেই সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।