আনোয়ারায় পুকুরে ডুবে দুই দিনে প্রাণ গেলো দুই শিশুর
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পীরখাইন ও কৈনপুরা গ্রামে পুকুরে ডুবে দুই দিনে হামেদ হাসান (২) ও অতুল মহাজন (৫) নামের দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১২ জুন) দুপুর বারোটার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিম পাড়া এলাকায় দুই বছর বয়সের মোহাম্মদ হামেদ হাসান নামের এক শিশুর মৃত্যু হয়।
নিহত শিশুটি পীরখাইন গ্রামের মাওলানা মোহাম্মদ আরিফ উল্লাহ'র একমাত্র ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে হামেদের বাবা আরিফ উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বেলা ১১টার দিকে হামেদ বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে গেলে কিছুক্ষণ পর পুকুর থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, শনিবার দুপুরে উপজেলার পীরখাইন গ্রামের ২ বছর বয়সের একটি শিশুকে মৃত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে স্বজনদের কাছে হস্তান্তর করি।
এছড়াও গতকাল (শুক্রবার) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৈণপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে অতুল মহাজন (৫) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে । নিহত শিশুটি স্থানীয় ওষুধ ব্যবসায়ী সুমন মহাজনের ছেলে।