শিরোনাম

South east bank ad

আমেরিকান ভাতিজার গুলিতে চাচা খুন

 প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও (৭২) নামে এক আমেরিকান প্রবাসীকে হত্যা করেছে অপর আমেরিকান প্রবাসী ভাতিজা গেনেট রোজারিও(৫০)। গত শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ১২ টার সময় কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে খ্রীষ্টান পল্লী এ ঘটনা ঘটে। মাইকেল রোজারিও ও গেনের রোজারিও তারা আপন চাচা ভাতিজা।

এ ঘটনায় হত্যাকারী ভাতিজাকে একনলা বন্ধুক ও গুলিসহ রাতেই গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শুলপুর গ্রামের মাইকেল রোজারিও সাথে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিও সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়ই স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দু’মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭ টায় নিজ বাড়ীতে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বিচার সালিশ হয়। বিচারে দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটেও শুক্রবার রাত ১২ টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করে। আহত অবস্থায় মাকেল রোজারিওকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় ।

ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। রাত সাড়ে ১২ টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানাল, গেনেট কাকাকে গুলি করেছে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.কামরুজ্জামান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেড়েই হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি। তবে হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গুলিসহ গেনেটকে গ্রেফতার করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: