গৌরীপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মশিউর রহমান কাউসার (গৌরীপুর):
ময়মনসিংহের গৌরীপুরে মুরগির ডিম ফুটানোর মেশিনে সংযাগ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মুত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক এ গ্রামের মরজত আলীর ছেলে।
নিহতের মা রেনুয়ারা বেগম জানান, ঘটনার দিন জুম্মার নামাজের পর রফিকুল ইসলাম বাড়িতে ডিম ফুটানোর মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।