রাজবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় একজন লেবার সর্দারের মর্মান্তিক মৃত্যু
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
শুক্রবার ভোরে রাজবাড়ী জেলা শহরের বড় মসজিদের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত মনাক্কা মন্ডল সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর গ্রামের মৃত হাসমত মন্ডলের ছেলে।
নিহতের শ্যালক শাজাহান ফকির জানিয়েছেন, মনাক্কা মন্ডল ঘটনাস্থলে থাকা জনৈক জাহিদের বাড়ীতে মাটি ভরাটের কাজ করছিলেন। কাজের ফাঁকে ক্লান্ত বোধ করলে তিনি পাকা রাস্তার পাশে বসে বিশ্রাম নিতে থাকেন। সে সময় জনৈক এরশাদ তার ড্রাম ট্রাক দ্রুতগতিতে চালিয়ে এনে মনাক্কার শরীরের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক শাজাহান ফকির বাদী হয়ে ড্রাম ট্রাম চালক এরশাদকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। ঘাতক ট্রাক আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।