শিরোনাম

South east bank ad

হালুয়াঘাটে সরকার নির্মাণ করতে যাচ্ছে আধুনিক সাইলো

 প্রকাশ: ১১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন:

কৃষকের কাছ থেকে সরাসরি শুকানো ধান ক্রয়, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক ধানের সাইলো নির্মাণের পাইলট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সারা দেশে আধুনিক ৩০টি সাইলোর মাঝে হালুয়াঘাটে একটি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করেছেন। গত মঙ্গলবার (৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সাইলো সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি সময় থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ধান ঝাড়াই, বাছাই, শুকানো, আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রতিটি ৫ হাজার মে. টন ধারণ ক্ষমতার ৩ টি ধানের সাইলো নির্মাণ করা হবে। সাইলোতে ট্রাক ও বাল্ক ওজন যন্ত্র, কনভেয়িং বাকেট এলিভেটর সিস্টেম সংযোজন থাকবে। সাইলোর সিভিল ফাউন্ডেশন, মাল্টিপারপাস ভবন নির্মাণ, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনসহ প্রতিটি সাইলোতে থাকবে সীমানা প্রাচীর। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন। এছাড়াও যে কোনো দুর্যোগকালে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।

জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, হালুয়াঘাটে সাইলো নির্মান হলে কৃষি সেক্টর তথা খাদ্য শস্য সংরক্ষণে উন্নয়নের এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, এটা নিঃসন্দেহে পুরো হালুয়াঘাটবাসীর জন্য একটি খুশির সংবাদ। সাইলো নির্মিত হলে প্রান্তিক পর্যায়ের কৃষকসহ সকল মানুষ উপকৃত হবে। নিশ্চিত হবে দুর্যোগকালীন সময়ে খাদ্য নিরাপত্তা। প্রকল্পটি অনুমোদন হওয়ায় খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হালুয়াঘাটের কৃষকসমাজ সহ সর্বস্তরের জনগন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: