শেখ হাসিনার কারামুক্তি দিবসে এতিমখানায় খাবার বিতরণ
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে পাট গোদাম সরকারি এতিমখানায় দোয়া মহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় বলে জানা যায়।
খাবার পরিবেশন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা ও সহযোগি সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।