শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে নদী খননে প্রাণ ফিরছে করতোয়ার

 প্রকাশ: ১১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):

পঞ্চগড়ে প্রাণ ফিরে পেতে যাচ্ছে এককালের খরস্রোতা করতোয়া নদী।

স্ক্যাভেটর আর ড্রেজার মেশিনে খনন কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রায় ৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ পুনঃখনন কাজ শেষ হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড। ১১০ কোটি টাকা বরাদ্দে করতোয়া নদী পুনঃখনন প্রকল্পে ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছে। জানা গেছে, জেলার বুকচিরে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা করতোয়া নদী ক্রমান্বয়ে ভরাট হয়ে সমতল ভুমিতে পরিণত হয়। এই গুরুত্বপূর্ণ নদী ভরাট হওয়াতে প্রতি বছর ভারি বৃষ্টি হলেই পঞ্চগড় জেলার বিস্তীর্ণ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিভিন্ন ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে বছরের পর বছর। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হন এলাকাবাসী। জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় নদী খননের উদ্যোগ নেয় সরকার। বর্তমান প্রধানমন্ত্রী নদী ও পরিবেশ বাঁচাতে ডেল্টাপ্ল্যান ২১০০ হাতে নিয়েছেন। নদীগুলো পুনঃখনন করে প্রাণ ফিরিয়ে দিতে প্রকল্প অনুযায়ী ২০১৯ সালের ২৪ ডিসেম্বর খনন কাজ শুরু হয়ে চলবে ৩০ জুন/২০২১ পর্যন্ত।

ফুলতলা এলাকার সিদ্দিক জানান, নদী খননে ভূমি উন্নয়ন ও পুনরুদ্ধারসহ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি এলাকাবাসী বহুমাত্রিক ব্যবহার ও সুবিধার আওতায় এসে উপকৃত হবে। কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আলাল বলেন, নদী পুনঃখননের পর নদীগুলো ফিরে পেয়েছে প্রাণ। নদীর নাব্য বৃদ্ধির ফলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষ বর্ষা মৌসুমে ভাঙ্গনের হাত থেকে রেহাই পেয়েছে। আর নদী কেন্দ্রিক জীববৈচিত্র্য পেয়েছে নতুন ছন্দ। এখন শুকনো মৌসুমেও এসব নদীতে মিলছে পানি। সিএনবি মোড় এলাকার আবুল কালাম জানান, পঞ্চগড়ে নদী খনন বাস্তবায়নের ফলে ছোট নদী, খাল এবং জলাশয়গুলোতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং বছরব্যাপী সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড ( পাউবাে) নির্বাহী প্রকৌশলী মো.আসফাউদদৌলা জানান, ডেল্টাপ্লান ২১০০ বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হলে, ছোট নদী, খাল এবং জলাশয়গুলোতে পানি প্রবাহবৃদ্ধি, বছরব্যাপী সেচসুবিধার ফলে কৃষি উৎপাদন ও মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণসহ এই প্রকল্প দেশের জলবায়ু মোকাবেলা ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। ১১০ কোটি টাকা ব্যয়ে ৭৮ কিলোমিটার করতোয়া নদীর পুনঃ খনন কাজ চলমান রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: