শিরোনাম

South east bank ad

আমি কারে বড় মামা বলে ডাকবো

 প্রকাশ: ১০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ওরা আমার মামাকে কিভাবে মারলো। মুখ দিয়ে রক্ত বের করে মাটি বিজিয়ে ফেলছে। ওদের একটু দয়া হইলো না। ওরা আমার মামার হাত-পা বেঁধে কুপিয়ে রক্তাক্ত করে মেরে ফেলছে। আমি এখন কারে বড় মামা বলে ডাকবো? কে বলবে মা নানীর বাড়িতে আসো। মামা আল্লাহের কাছে চলে গেছে। প্রান্ত, শোভন, চঞ্চল ও কাঞ্চন ওরা আমার মামাকে বাঁচতে দিলো না। তাদের হাতে পায়ে ধরেও মামাকে রক্ষা করতে পারলো না। এমন আকতি করেও মামা মো. নয়ন মিজিকে বাঁচাতে পারেনি ভাগ্নি শায়মা (১৩)।

গত বুধবার (৯ জুন) বিকেল দিকে রামপাল ছাত্রলীগের কয়েকজন নেতার নির্মম অত্যাচারে বৃহষ্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা মো. নয়ন মিজি। নিহত মো. নয়ন মিজি (৩৩) সদর উপজেলার উত্তর কাজী কসবা গ্রামের মৃত বাতেন মিজির ছেলে। তার মৃত্যুতে পরিবারে ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত নয়ন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সে পশ্চিম কাজী কসবায় স্থানীয়ভাবে হাঁস-মুরগি ও কবুতর পালন করত। তার দুই মেয়ে ও স্ত্রী আছে।

নিহত নয়নের ছোট মেয়ে নিঝুম (৯) বলেন, আমার বাবাকে যারা হাত-পা ভেঙে রক্ত বের করে মেরেছে, আমি তাদের ফাঁসি চাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: