মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) পুরষ্কার বিতরণ ও টুনামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার আচমত আলী খান স্টেডিয়াম মাঠে এ খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি ।
মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত মাদারীপুর জেলা পর্যায়ে ছেলেদের অংশগ্রহণে 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)’ এবং মেয়েদের অংশগ্রহণে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ( অনুর্ধ্ব ১৭)' আয়োজন করা হয়। গত ৮ জুন থেকে মাদারীপুর জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দলগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে এই খেলাগুলো অনুষ্ঠিত হয়। ছেলে এবং মেয়ে উভয় পর্যায়ে মাদারীপুর পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরষ্কার বিতরণ ও টুনামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, সদর উপজেলার চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস প্রমুখ।
এই খেলার আয়োজকবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া পৃষ্ঠপোষক এবং ক্রীড়ামোদী দর্শক সকলকে এই অন্দঘন আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় সংসদ সদস্য শাজাহান খান ও মাদালীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।