শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে বাস চাপায় শিশুর মৃত্যু

 প্রকাশ: ১০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মাসুদ রানা (আটোয়ারী):

পঞ্চগড়ের আটোয়ারীতে চলন্ত বাসের চাকায় পৃষ্ট হয়ে মিতু আকতার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । মর্মান্তিক মৃত্যূর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপজেলার আটোয়ারী-পঞ্চগড় সড়কের ধামোর জুগিকাটা এলাকায়।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুগিকাটা গুচ্ছ গ্রামের দিনমুজুর নুর জামানের ৫ বছর বয়সী শিশু কন্যা মিতু আকতার প্রতিবেশী সমবয়সী কয়েকজন শিশুর সাথে রাস্তার ধারে খেলছিল। এসময় আটোয়ারী হতে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই এলাকায় পৌছলে খেলার ছলে মিতু আকস্মিকভাবে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে বাসের চাকায় পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মিতুর মর্মান্তিক মৃত্যু ঘটে। অবুঝ শিশু মিতুকে চাপা দিয়ে বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এব্যাপারে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঞ্জু ও আটোয়ারী থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীন চলন্ত বাসের চাপায় শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় মামলা হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: