আনোয়ারার বারখাইন কাঁচা সড়কের বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের পূর্ব বারখাইন ৬নং ওয়ার্ডের নয়দন্ডি ও মাইজপাড়ার মূল গ্রামীণ সড়ক পাকাকরণ বা কোন প্রকার সংস্কার না হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন ৬নং ওয়ার্ডের কয়েক হাজার মানুষ। কয়েকবার মাপজোখ হলেও কাগজে কলমে নাই কোন বাস্তবায়ন। গ্রীষ্ম কালে মোটামুটি মানুষ চলাচলের উপযোগী থাকলেও বর্ষা এলেই স্থানীয়দের কাছে কাল হয়ে দাঁড়ায় এই সড়কটি ।
সরেজমিনে দেখা যায়, এটি সড়ক নয় যেন মৃত্যু ফাঁদ। জোয়ার ভাটার পানিতে ভাঙ্গনে ফলে সড়কের সংযোগ পথে খাল সৃষ্টি হয়েছে ।পূর্ব বারখাইনের জনসাধারনের এই সড়কই এক মাত্র যাতায়াতের ব্যবস্থা। অথচ কয়েক যুগ ধরে এই রাস্তাটি সংস্কারের কোন পদক্ষেপ দেখা যাচ্ছেনা। শুকনো মৌসুমে নারিকেল গাছের সাঁকো দিয়ে কোনমতে চলাচলের উপযোগী হলেও কয়েকদিনের ভারি বর্ষণে চলাচলে একবারে অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। বারখাইন থেকে বিলপুর রাস্তার মাথা আসতে বিকল্প কোন সড়ক না থাকায় বাধ্য হয়ে স্থানীয়দের চলাচল করতে হয় এই সড়ক দিয়ে। বর্তমানে সড়কটির বেশ কয়েকটি জায়গা এবং রাস্তা ভেঙে বড় গর্ত সৃষ্টি হওয়ায় একেবারেই চলার অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের প্রবেশ পথে সড়কের কিছু অংশ তলিয়ে গেছে জোয়ারের পানিতে। যার ফলে হাজারো মানুষের চলার পথটি এখন সাঁকো নির্ভর হয়ে দাড়িয়েছে। এছাড়াও চাকরীজীবি , ব্যবসায়ী ও স্কুল , কলেজ , মাদ্রাসাগামী শিক্ষার্থীরা খুব ঝু্ঁকির মধ্যে চলাচল করছে।
ইউনিয়নের অন্যান্য সড়কগুলো সংস্কার করা হলেও গুরুত্ব পূর্ণ এই সড়কটি সংস্কার করা হচ্ছে না। যেন সড়কটি অভিভাবকহীন । বিলপুর রাস্তার মাথা থেকে নেমে বারখাইন যাওয়ার পথে যে বিরাট গর্ত হয়েছে তার জন্য গাড়ি চলাচল মুশকিল হয়ে পড়েছে। জরুরী যোগাযোগ ব্যবস্থা জন্য ঘুরে যেতে হয় দীর্ঘ ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। সড়কটি দীর্ঘদিন কেন সংস্কার করা হচ্ছে না তার জন্য মানুষের কাছে সৃষ্টি হয়ে ক্ষোভ।
স্থানীয়রা মনে করেন, উপজেলার সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে এই সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তারা।
দিলীপ মজুমদার নামে এক স্থানীয় দোকানদার বলেন , আমরা মাইজপাড়া ও নয়দন্ডির হাজারো মানুষের যাতায়াতের এটি এক মাত্র রাস্তা । কিছু দিন আগে স্থানীয় ইউপি সদস্যসহ কিছু লোক রাস্তাটির মাপ নিয়ে গেলেও আমাদের পূর্ব বারখাইনবাসী ভাগ্য ফিরবে কিনা জানা নেই । গুরুতর অবস্থায় কোন রোগী হাসপাতালে নিতে হলে আমাদের দুই কিলোমিটার দূরে দিয়ে ঘুরে পিএবি সড়কে উঠতে হয়। আমাদের গ্রামবাসীর সরকারের কাছে একটায় দাবি পূর্ব বারখাইনের মাইজপাড়া সড়কটি যেন আগামী বর্ষা আগে সংস্কার করা হয়।
এই বিষয়ে বারখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইলিয়াস বলেন, ইউনিয়ন পরিষদ থেকে এতো বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয় । তবে আমরা স্থানীয় জনগণ ও প্রতিনিধিরা ভূমিমন্ত্রী বরাবর আবেদন করেছি কয়েকবার । প্রকল্প বাস্তবায়নের আশায় রয়েছি।
এই বিষয়ে ৬নং বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। ফোন ও ধরেননি।