সার্ক মানবাধিককার ফাউন্ডেশনের মাস্ক উপহার হিসেবে গ্রহণ করলেন জয়পুরহাটের পুলিশ সুপার
জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মাস্ক উপহার
গতকাল বুধবার ৯ জুন ২০২১ইং তারিখে জয়পুরহাট জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রতিরোধ ও জয়পুরহাট জেলার পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে মাস্ক উপহার দেওয়া হয়।
উপহার হিসেবে মহামারির এই সময়ে পুলিশদেরকে সুরক্ষিত রাখতে জেলা সার্ক মানবাধিককার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক হাজার পিস মাস্ক উপহার হিসেবে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম)-এর কাছে হস্তান্তর করেন।
এসময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তাদেরকে ধন্যবাদ জানান। মাস্ক দেওয়ার সময় অন্যরাও উপস্থিত ছিলেন।