রাজশাহীর জেলা প্রশাসকের কাছে অনুদানস্বরূপ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ১০ লাখ টাকার চেক হস্তান্তর
করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহীর অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। যমুনা ব্যাংকের পরিচালক ও নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ এর পক্ষে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছে এ চেক হস্তান্তর করেন যমুনা ব্যাংকের রাজশাহী শাখার উপব্যবস্থাপক (ডিএম) ও এফএভিপি অনুপ কুমার ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় ও যমুনা ব্যাংকের রাজশাহী শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।