হবিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান
গতকাল মঙ্গলবার ৮ জুন ২০২১ইং হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্দ্ধ-১৭) ২০২১ -এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার বালক দলের মধ্যে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্দ্ধ-১৭) -এর ফাইনাল ম্যাচে জয় লাভ করে বানিয়াচং দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন হবিগঞ্জ সদর দলের আতাউর রহমান বাধন।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বালিকা দলের মধ্যে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্দ্ধ-১৭) -এর ফাইনাল ম্যাচে জয় লাভ করে চুনারুঘাট দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন চুনারুঘাট দলের শারমিন আখতার সুইটি।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসাররা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সভাপতি প্রেস ক্লাব, সাংবাদিকরা, খেলোয়ারসহ ক্রীড়ামোদীরা।