শিরোনাম

South east bank ad

পাবনায় ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তার অভিযান জরিমানা

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রনি ইমরান (পাবনা):

পাবনায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ঈশ্বরদী উপজেলার হাসপাতাল মোড় ও কলেজ রোড এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসন, পাবনা এর সার্বিক সহযোগিতায় আরো অভিযান পরিচালিত হয়।

এসময় একটি মিষ্টি দোকানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচা বাজার মনিটরিং করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় তাঁরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: