গ্লোবাল ইসলামী ব্যাংকের ২২তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন
সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রবেশনারী অফিসারদের নিয়ে ২২ তম ফাউন্ডেশন ট্রেইনিং ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে শুরু করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা চতুর্থ প্রজম্মের এ ব্যাংকটিকে উদার ও আধুনিক ব্যাংক হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেষ্ট ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. হুমায়ুন কবীর এবং ফ্যাকাল্টি মেম্বার অখিল চন্দ্র সরকার ও মো. আবদুল মান্নান । মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৪০ জন প্রবেশনারী অফিসার অংশ নেন।