এমটিবি ও বেপজার মধ্যে চুক্তি সই
সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বেপজা কমপ্লেক্স, বাড়ি নং ১৯/ডি, রোড নং ৬, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫-এ ঈশ্বরদী ইপিজেড-এ এমটিবি’-এর একটি এটিএম বুথ স্থাপনের জন্য এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য মো. মাহমুদুল হোসাইন খান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চীফ বিজনেস অফিসার ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির মো. আব্দুল মান্নান, এসইভিপি, ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন-১, মো. তৌফিকুল আলম চৌধুরী, হেড অব বিজনেস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, মো. রবিউল আলম, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্টসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।