ফুলবাড়িয়ায় রাস্তা পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সড়ক পাকাকরণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গত ৬জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এডভোকেট এ.কে.এম ফজলুল হক দুলাল।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিরইজীনি খাল ব্রীজ হতে ভবানীপুর মাদ্রাসা রাস্তার কাজ চলমান। এ কাজে নিম্নমানের ইট, সুরকি, বালু ব্যবহার দৃশ্যমান। কাজের অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে উল্টা প্রতিবাদকারীদের চাঁদাবাজি মামলার ভয় দেখায় মুন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মুঞ্জুরুল হক মুঞ্জু। যার কারণে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। আবেদনে আরও উল্লেখ করা হয় ইতিপূর্বে মহেশপুর বাজার হতে ধলিকুড়ি ব্রীজ ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় হতে জবে মন্ডলের ঘাট পর্যন্ত রাস্তা পাকাকরণ হয় একই পদ্ধতিতে। নির্মাণ কাজে পুকুর চুরির কারণে বর্তমান সরকার তথা শেখ হাসিনার সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে এবং টেকসই উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে।