করোনার ভারতীয় ধরন রোধে উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না : আমির হোসেন আমু
মোঃ রাজু খান (ঝালকাঠি):
করোনার ভারতীয় ধরন যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে এজন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি। রবিবার ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু।
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ের মধ্যে করোনা প্রতিরোধের টিকা নিয়ে নিবেন। সীমান্তবর্তী এলাকার কোন মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দিবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নিবেন।
আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
৬৭ লাখ ৫৯ হাজার টাকা নিির্মান ব্যয় বরাদ্দে মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এসময় অতিথিরা দোয়া মোনাজাতে অংশ নেন।
অপরদিকে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে ভার্চুয়াল্লী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানারনা পুল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্ভোদন করেছেন শিল্পমন্ত্রনালয়ের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।
রোববার বেলা ১২ টায় এ সংস্কার কাজের উদ্ভোদন করেন। নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লস্কর, উপজেলা আ'লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি এনায়েত করিম মিঠু, দপ্তর সম্পাদক ডাঃ ইউসুফ আলী তালুকদার, পৌর আ'লীগ সাধারন সম্পাদক জনার্দন দাস, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুন মাহামুদ, প্যনেল মেয়র পলাশ তালুকদার, কাউন্সিলর ফিরোজ আলম খান, কাউন্সিলর নূরে আলম হাওলাদার, কাউন্সিলর রেজাউল চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা আক্তার, নুরুন্নাহার বেহম, যুবলীগ নেতা গাজি শহিদুল ইসলাম, প্রান্তিক কুমার দাস পুটু, লুতফুর রহমান শাহীন, আবুল কাশেম বাবলু, উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার, সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হান, কলেজ শাখার সভাপতি প্রন্স মাহমুদ বাব, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ঈমাম, শ্রমিকলীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান প্রমুখ।
এসময় সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্চারী, আ'লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।