পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ভূমি অফিসে বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে এসেবা সপ্তাহ উদ্ধোধন করা হয়। এ বিশেষ সেবা চলবে আগামী ১০ জুন পর্যন্ত। ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আব্দুল মান্নান এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,পঞ্চগড় সদরের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া সেবা ক্যাম্প থেকে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্টি কার্যক্রম, ই-নামজারি আবেদন, ডিসিআর ও খতিয়ান প্রদান,রেকর্ড রুম থেকে তিনদিনের মধ্যে সার্টিফাইট কপি, বিবিধ আপিল মামলা নিস্পত্তি করেন।