বদলি ও অবসর গ্রহণ করা সহকর্মীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলেন ফরিদপুরের পুলিশ সুপার
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর উদ্যোগে গতকাল শনিবার এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর জেলায় কর্মরত ডিআইও-১ মোঃ নুরে আলম ফকিরের অন্য ইউনিটে বদলি হওয়ায় এবং কনস্টেবল মোঃ ফিরোজ আহমেদ চাকুরি থেকে অবসর গ্রহণ করায় ফরিদপুর জেলা পুলিশ এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান তাদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বিদায়ী সম্মান জানান। এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।