বিনামূল্যে চক্ষুসেবা ও রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করেন সেচ্ছাসেবী সংগঠন "ভিলেজ ফাউন্ডেশন "
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, মানুষের সেবায় নিজের সামর্থ্য অনুযায়ী, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তো মানুষ হিসেবে মানুষের কাজ। অভাবের তাড়নায় অনেকেই পারে না তাদের সমস্যার নিরাময়যোগ্য করতে। তবে, যদি কেউ এগিয়ে আসে, তাহলেই তো প্রকৃত মানবধর্ম ফুটে ওঠে সমাজ জীবনে। তেমনি, বাঞ্ছারামপুর থানার নগরীরচর কান্দাপাড়ার সেচ্ছাসেবী একটি সংগঠন, "ভিলেজ ফাউন্ডেশন " এর সদস্যরা বিনামূল্যে চক্ষুসেবা ও রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করেন।
শনিবার (৫ জুন) জাতীয় বৃক্ষরোপণের কার্যক্রম শেষে, দুপুরের দিকে এলাকায় ক্যাম্প করে, মানুষদের বিনামূল্যে চক্ষুসেবা ও রক্তের গ্রুপ পরীক্ষার সেবা দান করেন ভিলেজ ফাউন্ডেশনের কর্মীরা। এতে ৮০ জন ব্যাক্তির চক্ষু পরীক্ষা ও ২৫০ জন ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংগঠনের এই মহৎ উদ্যোগকে ভালো চোখে দেখছেন এলাকাবাসী।
মানুষের পাশে এভাবে সহযোগিতা নিয়ে দাঁড়ানো হলো প্রকৃত মানবসেবা। ভিলেজ ফাউন্ডেশনের এই মানবসেবা কর্মসূচি দ্বারা তা ফুটে ওঠে।
মানুষ যেন এভাবেই মানুষের পাশে বহুকাল পাশে থাকে এবং যেকোনো প্রয়োজনে এগিয়ে আসে সবাই সবার পাশে, এমনটিই আশা ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা।