শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে পরিবেশ সচেতনতায় র‍্যালি

 প্রকাশ: ০৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ. এম জোবায়ের হোসাইন:

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন (পরউআ) ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে পরিবেশ সচেতনতা র‍্যালি, আলোচনাসভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে সচেতনতা র‍্যালিটি শুরু হয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদীন পার্কের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরউআ ময়মনসিংহ অঞ্চলের সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অধ্যক্ষ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সজল কোরাইশীর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ, পরউআ ময়মনসিংহের সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, সহ সভাপতি সাংবাদিক মীর গোলাম, নুরন্নাহার বেগম মোস্তফা, ভাসানী, আয়েশ উদ্দিন, মনসুর আহমেদ সহ প্রমুখ।

বক্তৃতারা পরিবেশ সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে পার্ক ও ময়মনসিংহ জেলা প্রশাসকের বাসভবনের সামনে বৃক্ষ রোপন করেন এবং আলোচনা সভায় উপস্থিত সকলের মাঝে ফলদ ও ঔষধী বৃক্ষ বিতরণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: