বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে "ভিলেজ ফাউন্ডেশন " এর বৃক্ষরোপন কর্মসূচি পালন
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার, নারায়ণগঞ্জ) :
"একটি গাছ বাঁচলে, বাঁচে একটি প্রাণ, সজীব হয় নিশ্বাস", এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে সারাবিশ্বে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় একজোট হয় পরিবেশবাদী সংগঠনগুলো। পৃথিবীতে সবুজকে অমর করে রাখতেই তাদের এই কর্মপ্রচেষ্টা। গাছ না থাকলে, পৃথিবী হবে জনশূন্য মরুভূমির ন্যায়। তেমনি, "গাছ হলো পরিবেশের ফুসফুস, যা না থাকলে মানুষের মৃত্যু আবশ্যক" এই স্লোগান ধরে বিশ্বের সাথে তাল মিলিয়ে নগরীরচর কান্দাপাড়ার পরিবেশবাদী সংগঠন - "ভিলেজ ফাউন্ডেশন" এর গাছ রোপন কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৫ জুন) সকাল থেকে বিভিন্ন রাস্তার মোড়ে, প্রতিষ্ঠান সংলগ্ন অথবা যেখানে গাছ নেই সেই জায়গায় গাছ রোপন করেন উক্ত সংগঠনের সাংগঠনিকরা। এরমধ্যে মোট ১০০ টিরও বেশি গাছ রোপন করেছেন এলাকায়। তারমধ্যে- ৫০টি অর্জুন, ২০টি কৃষ্ণচূড়া, ১০ টি জলপাই ও ১০টি কদবেলের চারা বিভিন্ন স্থানে রোপণ করেন।
সংগঠনটি বলছে, পৃথিবীতে সবুজ ধরে রাখতে হলে, সবাইকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। না-হলে অক্সিজেনর মাত্রা দিনের পর দিন কমে যাবে। ফলে, পৃথিবী বিপর্যয়ের সন্মুখে পড়বে। তাই, পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য তারা গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেন।
পরিবেশ বাঁচলে, বাঁচবে প্রাণ। আর প্রাণ বাঁচলে পৃথিবী হবে আরো নবায়ন। ফলে,এই নবায়ন পৃথিবী গড়তে হলে, সবার আগে প্রয়োজন আমাদের পরিবেশকে সুরক্ষিত থাকা।