ফুলবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ৬০হাজার ৮৭০ জন শিশুকে
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৬০হাজার ৮৭০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেটে আজ শনিবার সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমান কেন্দ্রে একজন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ। এ সময় ইপিআই টেকনিশিয়ান এস এম হাসমত আলী, ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার প্রেরণা চিসিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ইপিআই সূত্র জানায়, পৌরসভা সহ উপজেলায় মোট ৩২২টি কেন্দ্রের মাধ্যমে ৬০হাজার ৮৭০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬মাস থেকে ১১ মাস বয়সী পর্যন্ত ৬হাজার ৩৯৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪০ হাজার ৪৭৫জন শিশুকে লাল ক্যাপসুল পাবে।