শিরোনাম

South east bank ad

সিরাজগঞ্জে কোটি টাকা মূল্যের মূর্তিসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মঙ্গলবার (০১ জুন, ২০২১) রাতে র‍্যাব-১২ এর নিকট একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যানুযায়ী, নাটোরের সিংড়া এলাকায় কতিপয় চোরাচালান কারবারি কষ্টিপাথরের মূর্তি হাতবদল করতে যাচ্ছে। বিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে চলে র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম।

বুধবার (০২ জুন, ২০২১) ভোর ০৪.৫৫ ঘটিকার দিকে নাটোরের সিংড়া এলাকায় শুরু হয় গোয়েন্দা তৎপরতা। এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটির হাতবদল শুরু হলে ধাওয়া করা হয় চোরাচালান কারবারিদের। গ্রেফতার করা হয় ০৩ চিহ্নিত চোরাচালান কারবারিকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় *০১ টি প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্টি পাথর সদৃশ) মূর্তি, যাহার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: