শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক হলেন মীর মো. শাহাবুদ্দিন টিপু
সম্প্রতি ঐতিহ্যবাহী ও দেশসেরা ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ৩০ জন পরিচালক নির্বাচিত হন । শেখ রাসেলের নবনির্বাচিত পরিচালকদের মধ্যে অন্যতম মীর মো. শাহাবুদ্দিন টিপু। ভোলায় জন্ম নেয়া মীর মো. শাহাবুদ্দিন টিপু ফুটবল সংগঠকের পাশাপাশি ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম’ নামের একটি সংগঠনের সাথেও যুক্ত ।