শরণখোলায় সূর্যের আলোয় পানি বিশুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটের শরনখোলায় কার্বন-ডাই অক্সাইড রিডাকশন এ্যান্ড সেইফ ড্রিংকিং ওয়াটার প্রোজেক্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় উপজেলার অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা,জন প্রতিনিধি,গন মাধ্যম কর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও প্রকল্পের গ্রুপ প্রধানদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
ভয়েস অব সাউথ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং ইউ,পি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
ভয়েস অব সাউথ বাংলাদেশ ও সি,ডি,ডির সহযোগীতায় জিলোজ অস্ট্রিয়া ভিয়েনার অর্থ্যায়নে প্রকল্পটি বাস্তবায়ীত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে সূর্যের আলোয় বিশুদ্ধ করনের ডিভাইস প্রদান সহ বিভিন্ন সহোযোগীতা প্রদান করা হয়।