ময়মনসিংহে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন
এইচ. এম জোবায়ের হোসাইন:
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ ৪২ টি শাখা কমিটি বিলুপ্তিকরণ এবং কেন্দ্রীয় নির্বাচনের পূর্বে, সাংগঠনিক ইশতেহার অনুযায়ী নির্বাচনী তফসিল দ্রুত ঘোষণাসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মেয়াদ শেষ হওয়ার ১০ বছর ধরেও নির্বাচন না হওয়ায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিখিল মানকিন, রনজিত নকরেক, স্যমুয়েল চিরান, কমলা ম্রং প্রমূখ।