আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
মাসুদ রানা (আটোয়ারী):
“ সোনালী আঁশের সোনার দেশ-জাতির পিতার বাংলাদেশ” স্লোগান নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২০ - ২১ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং উপজেলা পাট দপ্তরের আয়োজনে সোমবার(৩১ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সকালে উপজেলা পাট কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম পাট চাষীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন। কৃষক নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক সহ স্বাস্থ্যবিধি মেনে একশত জন পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। দিনব্যাপী পৃথক পৃথকভাবে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন , দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, পঞ্চগড় বিএডিসি’র উপ-পরিচালক আব্দুল হাই ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু এহিয়া।