শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২৬) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর মোটর সাইকেলের ৩ আরোহী। বুধবার (২৬ মে) রাত ১১ টায় তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আনিছুর রহমান তেতুলিয়ার উপজেলার চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে এবং তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম।

আহতরা, তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়ালগছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ৩ আরোহী নিয়ে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হয় এবং অপর মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন।

তাৎক্ষনিক স্থানীয়রা আহত তিন মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় ১ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: