শিরোনাম

South east bank ad

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ফ্লোরা সিস্টেমসের মধ্যে চুক্তি

 প্রকাশ: ২৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ফ্লোরা সিস্টেমস লিমিটেডের মধ্যে কোর-ব্যাংকিং সলিউশন-বিষয়ক চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিপত্র আদান-প্রদান করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক মোর্শেদ এবং ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুস্তাফা রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কেএম আওলাদ হোসেন, চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) মো. রফিকুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি হুমায়ুন কবীর, ফ্লোরা সিস্টেমসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিএমও) মো. মকবুল হোসেন, প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) সুবোধ কুমার ভৌমিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও পিডি মোহাম্মদ মোহসিন খান এবং ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহবুব উল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোর-ব্যাংকিং সলিউশনের মাধ্যমে দৈনন্দিন লেনদেনসহ ব্যাংকের বিভিন্ন কার্যাবলি যেমন ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএম, পজ, ইন্টারনেট ব্যাংকিং, ডিজিটাল অনবোডিং, ই-কেওয়াইসি, রেগুলেটরি রিপোর্টিং সম্পাদিত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: