ভোলায় ঝড়ে ২৫০ ঘর বিধ্বস্ত, ৯০০ গরু-মহিষ নিখোঁজ
সিমা বেগম (ভোলা):
ভোলায় ঘূর্নিঝড়ের প্রভাবে বিধ্বস্থ হয়েছে ২৫০ ঘরবাড়ি। এছাড়া নিখোঁজ রয়েছে ৯'শ গরু ও মহিষ। ৩০ টি দ্বীপ ডুবে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এদিকে ঘূর্নিঝড়ের প্রভাব কেটে গেলে ভোলা উপকূলে এখনো বৈরী আবাহাওয়া বিরাজ করছে। কেউ কেউ আশ্রয় ছাড়ছেন।
সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ্য হয়েছে মনপুরা ও চরফ্যাশন উপজেলায়। এসব উপজেলার দ্বীপচরগুলো ঝড়ে কবলে লন্ড ভন্ড হয়ে গেছে। এছাড়া লালমোহনেরর বিভিন্ন চরাঞ্চলেও ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে ঝড়ে নিহত ২ পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা দেয়া হয়েছে।
জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মোতিহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশীরভাগ চরে পানি সরে গেছে। চরনিজাম, ঢালচরসহ বেশ কয়েকটি চরের প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে। তাদের বেশীরভাগ মানুষ আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন।