শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে সুগন্ধা নদীর তীরবর্তী বেড়িবাঁধ ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ

 প্রকাশ: ২৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠির সুদন্ধা নদীর দক্ষিণ তীরবর্তী বারৈকরণ খেয়াঘাট সংলঘœ কুতুবনগর ভেরিবাঁধটি ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে নদীর উত্তাল ঢেউয়ে ভেঙ্গে গাছপালা নিয়ে নদীতে বিলিন হয়েছে। এই ভেরিবাঁধের আওতায় ২ হাজার একর ফসলি জমি ও ৫শ পরিবারের প্রায় ২ হাজার মানুষের বসবাস হুমকির মুখে পড়েছে। ২০০০ সালে বারৈকরণ খেয়াঘাট থেকে পূর্বদিকে ১.২৫ কি:মি: ভেরিবাঁধ নির্মাণ করা হয়। বিভিন্ন সময় ভেরিবাঁধটি ক্ষতিগ্রস্থ হয়। ঘূর্নিঝড় আম্ফান আসার পূর্বে ভেরিবাঁধটি গুনগত মান বজায় রেখে পানি উন্নয়ন বোর্ড সংস্কার করে। কিন্তু আম্ফানের আঘাতে ভেরিবাঁধের ৫০ ভাগ ক্ষতিগ্রস্থ হয় এবং বর্তমান ইয়াসের প্রভাবে উত্তাল তুফানে ভেরিবাঁধটি এবার সম্পূর্ণ ভেঙ্গে গেছে। ভেরিবাঁধের ফসলি জমির পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা এবং ভেরিবাঁধ এলাকার দোকান-পাট হুমকির মধ্যে রয়েছে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ বাঁধ সরেজমিন পরিদর্শন করেন এবং বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি এলাকার জনগণকে দিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: