লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা র্যাব-১১ নতুন অধিনায়ক
র্যাব-১১ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিদায়ী অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম র্যাব-২ এর অধিনায়ক হিসেবে বদলি হয়েছেন।
লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা র্যাব-এ যোগদানের পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী, ৬ বীর এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও কুয়েতে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।