র্যাব-১০ এর অভিযান : নামিদামি ব্রান্ডের ঔষধ এর নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার অপরাধে অর্থদন্ড
গত ২৩ মে র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন নামিদামি ব্রান্ডের গুরুত্বপূর্ন ঔষধ এর নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার অপরাধে অনুমোদনহীন কাওয়ান এন্টাপ্রাইজ কোম্পানীকে ১০ লক্ষ টাকা ও দেশ ল্যাবরেটরিজ (ভেষজ) কোম্পানীকে ০১ লাখ টাকা করে মোট ১১(এগার) লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে নকল মোড়ক ও প্যাকেট তৈরি করার ৭০(সত্তর) টি ডাইস জব্দ করা হয়।
গত ২২ মে ২০২১ তারিখ আনুমানিক ১৬.১৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ইসলামপুর রোড, সর্দার মেডিসিন মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মূল্যের ৭৫,৭৫৭ (পঁচাত্তর হাজার সাতশত সাতান্ন) পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইসহাক মাহমুদ (৪০) ও ২। মোঃ আব্দুল্লাহ (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন ও নগদ- ২,৩৭,৬৪০/- (দুই লক্ষ সাইত্রিশ হাজার ছয়শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।
গত ২১ মে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালি মন্দির এবং কাপ্তান বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর ০৬ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের ১। মোঃ শামসুল হক হৃদয় (২৪), ২। মুরাদ হোসেন (২৩), ৩। মোঃ আকবর হোসেন @ সোহেন (২৪), ৪। মোঃ আকবর হোসেন (৩০), ৫। মোঃ রিপন (২৭) ও ৬। রাকিব (২৩) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি সুইচ গিয়ার, ০১ টি চাপাতি, ০৩ টি ছুরি, ০৪ টি মোবাইল ও নগদ- ১২৪০/- টাকা উদ্ধার করা হয়।
গত ২১ মে, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯.৩৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫,৮৬০ (পাঁচ হাজার আটশত ষাট) ইয়াবাসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিলার নাম টুম্পা আক্তার (২৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ১,০৭০/- (এক হাজার সত্তর) উদ্ধার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের বিশেষ অভিযানে মানব পাচারকারী চক্রের ০৪ সদস্য গ্রেফতার ও ০৬ ভিকটিম উদ্ধার।
গত ২১ মে, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ জন ভিকটিমসহ মানব পাচারকারী চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মিশু (৩৮), ২। মোহন মিয়া (২০), ৩। মোঃ সুজন মিয়া (২৭) ও ৪। মোঃ রিয়াজ (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২২ টি মোবাইল ফোন ও নগদ- ২,৩৬০/-(দুই হাজার তিনশত ষাট) টাকা উদ্ধার করা হয়।
…নারায়ণগঞ্জের ফতুল্লাতে র্যাবের বিশেষ অভিযানে ২১,৫৭০ পিস বিদেশী সিগারেটসহ ০১ সিগারেট কালোবাজারী গ্রেফতার।
গত ২০ মে ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:২০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন মধ্য সস্তাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২১,৫৭০ (একুশ হাজার পাঁচশত সত্তর) পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইউসুফ (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ও নগদ- ৪০০/- (চারশত) টাকা উদ্ধার করা হয়।