মোংলা ইপিজেডে উপশাখা চালু করেছে এমটিবি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি মোংলা ইপিজেডে একটি উপশাখা চালু করেছে। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থেকে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মাহবুব আহমেদ সিদ্দিক, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) সৈয়দ রফিকুল হক, ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের ডিভিশনাল হেড মো. আনিসুর রহমান, খুলনা শাখার শাখা ব্যবস্থাপক জিএম নজরুল ইসলাম এবং এমটিবির হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খানসহ উপশাখার ইনচার্জ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।