ময়মনসিংহে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের সদর উপজেলায় গ্যাস ট্যাবলেট দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
রবিবার (২৩ মে) দ্বিবাগত রাতে উপজেলার ৬ নং চর ঈশ্বরদিয়ার চরবিলা গ্রামের পুটামারা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফিসারীর মালিক আজিজুর রহমান আজিজ বলেন, গতকাল রাত ২টার দিকে যখন পুকুরে আসি, তখনও মাছ ভাল ছিল। সকালে ঘুম থেকে উঠে পুকুরে আসতেই দেখি সব মাছ লাফালাফি করে পুকুরে ভেসে উঠছে। এ সময় আমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশি এসে আমাকে শান্তনা দিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি পুকুরের প্রায় ২৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে।
তিনি বলেন, পরে স্থানীয়রা পুকুরের মাছ তুলতে গেলে একটি পুকুরে মাছ নিধনের aluminium phosphet নামক একটি গ্যাস ট্যাবলেটের খোলস দেখতে পেরে তা উদ্ধার করে।
তিনি আরও বলেন, গত ২৫ বছর যাবত আমি মাছ চাষ করে আসছি। এখন পর্যন্ত এমন কোন ঘটনা আমার সাথে ঘটেনি। আমি এসব পুকুরের উপর ব্যাংক থেকে ৪০ লক্ষ টাকা ঋন নিয়েছি। ওরা তো আমার সর্বনাশ করে ফেলল। আমি এখন কিভাবে এই ঋন পরিশোধ করব। এখন সরকার যদি আমাকে কোন সহায়তা না করে তাহলে আমার মরণ ছাড়া কোন উপায় নেই।
কারোর সাথে আপনার শত্রুতা আছি কিনা জানতে চাইলে তিনি বলেন, জানামতে আমার কোন শত্রু নাই। আমি দুইজন লোককে সন্দেহ করছি। তবে, এখনি আমি তাদের নাম প্রকাশ করব না।
এ বিষয়ে আজিজুর রহমানের ছেলে ফজলে রাব্বি শাওন বলেন, ঈদের আগে থেকেই কিছু লোক আমাকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে। হুমকি পেয়ে আমি ইতিমধ্যে মাছ বিক্রি করব বলে আরতদারদের সাথে চুক্তি করে ২০ হাজার টাকা বায়না নিয়েছিলাম। মাছ দুই একদিনের মধ্যে দেয়ার কথা ছিল। আজই আমার সব মাছ গ্যাস ট্যাবলেট দিয়ে মেরে ফেলছে। এ বিষয়ে মামলা করার জন্য আজই থানায় যাব। আপনাদের মাধ্যমে আমি দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। যেন এমন কাজ তারা আর কারোর সাথে করার সাহস না পায়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা ওসি ফিরোজ তালুকদার বলেন, এখনো এমন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি দুস্কৃতিকারীদের খোঁজে বের আইনের আওতায় আনা হবে।