আটোয়ারীতে চেতনা নাশক প্রয়োগ করে স্বর্ণালঙ্কার সহ অর্থ চুরি
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে চেতনা নাশক কেমিক্যাল প্রয়োগ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ( ২৪ মে ) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন মৃত আব্দুল লতিফের ছেলে সেতাউর রহমান (সুজন) ও সায়মন আক্তার (সুমন) এর বাসায়। গৃহকর্তা সুজন জানান, তার বাসায় শ্বশুর বাড়ীর নিকটাত্মীয় বেশকিছু মেহমান এসেছে। মেহমান সহ বাসার লোকজন রবিবার (২৩ মে) বিকেল থেকে ঘুমে ঢোলাঢুলি করলে সন্ধায় সবাই ঘুমিয়ে পড়ে। পরিবারের লোকজন অচেতন হয়ে পড়লে রাতে ঘরের জানালার গ্রিল কেটে চোরেরা ঘরের ভিতর প্রবেশ করে। তাদের নিজেদের এবং মেহমানদের প্রায় ১৩ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ৩১ হাজার টাকা নিয়ে চোরেরা চম্পট দেয়। সোমবার (২৪ মে) সকালে ঘুম থেকে জেগে দেখতে পায় জানালার গ্রিল কাটা, আলমারী ও শোকেস খোলা রয়েছে। পরিবারের লোকজনের ধারনা বাসার ভিতরে টিউবওয়েলের পানিতে চেতনা নাশক প্রয়োগ করতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ জানান, এবিষয়ে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে।
চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।