শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরন করেন মসিক মেয়র টিটু
রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
সোমবার ২৪ মে সকাল ১১ টায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এ কার্যক্রমের আওতায় ২৫ জন শিক্ষার্থীকে মেয়রের দপ্তর কক্ষে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়।
এ সময় মেয়র টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। বছরের প্রথমদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নারীদের বিনা বেতনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সুযোগ, মেধাবীদের বৃত্তি প্রদান ইত্যাদি নানা উদ্যোগে দেশের শিক্ষাখাতের অর্জন আজ সর্বত্র প্রশংসিত।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রদানকৃত উপবৃত্তির মাধ্যমে যখন তারা সফলতা অর্জন করবে এবং প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য আত্ম নিয়োগ করবে তখনই দেশ উপকৃত হবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন,প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, শহর সমাজসেবা কর্মকর্তা শামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।