শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় নারীসহ দুইজন নিহত, আহত-২

 প্রকাশ: ২৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ) :

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে শিশুসহ আরো দুইজন আহত হয়েছে।

আজ সোমবার (২৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া নিমতলা ও দুপুরে এই সড়কের একই উপজেলার গোপীনাথপুর এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মানু মোল্লার ছেলে সোলেমান মোল্লা (৮০) ও অজ্ঞাত (৫০) এক নারী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া নিমতলা এলাকায় দ্রুতগামী একটি বাস অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে নিহতের মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

অপরদিকে, দুপুরে সোলেমান মোল্লা তার স্ত্রী ও নাতনীকে নিয়ে ইজি বাইকে করে গোপীনাথপুর থেকে পার্শ্ববর্তী বাসাবাড়ি গ্রামে যাচ্ছিলেন। এসময় গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে সোলেমান মোল্লা মারা যান।

এতে ইজিবাইকটি দূমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে যায়। এঘটনায় নিহতের স্ত্রী ও নাতনী মারাত্মক আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: