নিখোঁজের ৯ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিললো ঢাবি শিক্ষার্থীর লাশ
হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক মুকাভিনয় সংগঠন মাইম এ্যাকশানের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। নিখোঁজের ৯ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের খোঁজ মিলেছে। তবে জীবিত নেই, মৃত। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে স্বজনরা তার লাশ খুঁজে পান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, তার বড় ভাই ও বন্ধুরা হাফিজের লাশ ঢামেক মর্গে শনাক্ত করেছেন। এ ঘটনায় আমরা মর্মাহত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে।
রবিবার (২৩ মে) সন্ধ্যায় তার লাশের বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ বলছে, দায়ের কোপে ‘আত্মহত্যা’ করেছেন এই যুবক। তবে প্রকৃত ঘটনা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ। তিনি বলেন, ১৫ মে রাতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে ভ্রাম্যমাণ ডাবের দোকান থেকে দা নিয়ে তা দিয়ে নিজের গলায় কোপ দিয়েছিলেন হাফিজুর। কোপ দিয়ে তিনি শহীদ মিনার এলাকার দিকে দৌড় দেন। এসময় তিনি বারবার বলছিলেন, ‘আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। পরে সেখানে দায়িত্বরত শাহবাগ থানার দারোগা আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রিকশায় উঠিয়ে ঢাকা মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি রিকশা থেকে লাফ দিয়ে নেমে পড়েন এবং বলতে থাকেন, ‘আমি চিকিৎসা করব না, আমাকে মাফ করে দাও।’ পরে অন্য লোকজনের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।’
ওসি বলেন, খবর পেয়ে ওই রাতেই তিনি ঢাকা মেডিকেলে যান। মেডিকেলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, প্রয়োজনীয় রক্তের ব্যবস্থাও করা হয়। কিছুক্ষণ পরে তিনি মারা যান।
ওসি বলেন, ‘সাধারণত পরিচয়হীন লাশ হলে আমরা তা আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দিই। কিন্তু ওই যুবকের লাশটি আমরা ঢাকা মেডিকেলের মর্গে রাখার ব্যবস্থা করি।’
মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান বলেন, ঈদুল ফিতরের পরদিন (১৫ মে) গ্রামের বাড়ি (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ঢাকা আসেন তিনি। ঢাকায় ফিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আড্ডাও দেয় সে। সর্বশেষ মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিল হাফিজুর। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ। বন্ধুদের ভাষ্যমতে, সেদিন রাত আট-নয়টার দিকে হাফিজুর ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। বন্ধুরা হয়তো কোথায় চলে গিয়েছিলো এমন ধারণা থেকে তার খোঁজ নেননি। তিনদিন পর হাফিজুর ফিরে না আসলে তাকে খোঁজা শুরু করেন বন্ধুরা। এরপর হাফিজুরের পরিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কসবা থানায় জিডি করার পর শাহবাগ থানায় জিডি করতে গেলে সেখান থেকে পুলিশ জানায় এক জিডিতেই তদন্ত কার্যক্রম চালানো যাবে।
হাফিজুর নিখোঁজ হওয়ার কথা জানিয়ে কসবা থানায় হওয়া জিডিটি গত শনিবার তাদের নজরে আসে বলে জানান শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ। ওসি বলেন, এরপর তিনি কসবা থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন। সেই প্রক্রিয়া থেকেই রবিবার হাফিজুর রহমানের ভাই হাবিবুর রহমান শাহবাগ থানায় আসেন। তার সঙ্গে কথা বলার একপর্যায়ে লাশের ছবিটি দেখানোর সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে উঠে বলেন যে এটাই তার ভাই। পরে মর্গে গিয়েও লাশ শনাক্ত করেন তিনি।