শিরোনাম

South east bank ad

‘তেঁতুলিয়া জার্নালিস্ট’স ক্লাব’-যাত্রা শুরু

 প্রকাশ: ২১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :

যাত্রা শুরু করলাে পেশাদার ও সক্রিয় সাংবাদিকদের নিয়ে গঠিত “তেঁতুলিয়া জার্নালিস্ট’স ক্লাব” নামের সাংবাদিক সংগঠন। ২০ মে বৃহস্পতিবার রাতে উপজেলার শহরের বাংলা হােটেলের দ্বিতীয় তলায় দৈনিক কালের কন্ঠের স্বাস্থ্য বিভাগের সহযােগী সম্পাদক আতাউর রহমান কাবুল ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপাের্টার মাহমুদ আজহারের উপস্থিতিতে সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলামকে আহবায়ক ও তরুণ সাংবাদিক এস কে দােয়লকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সেই সাথে আগামী দুইমাস কমিটি সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়নসহ সাংগঠনিক তৎপরতা বাড়াতে উপ-কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সংবিধান প্রণয়ন উপ-কমিটিতে এম বাসেতকে আহবায়ক ও মােবারক হােসাইনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সংগ্রহের দায়িত্ব পালন ৭ সদস্য বিশিষ্ট উপ-কমিটিতে আতিকুজ্জামান শাকিলকে আহবায়ক ও আহসান হাবীবকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বাংলাদশ প্রতিদিনের সরকার হায়দার, নওরােজের হাফিজুর রহমান হাবিব, আরটিভির মুহাম্মদ রনি, ভােরর পাতার খাদেমুল ইসলাম, আমার সংবাদের রবিউল ইসলাম রতন, সবুজ নিশানের জুলহাস উদ্দিন, বাণিজ্য প্রতিদিনের মােস্তাক আহম্মদ, সােলায়মান আলী, আমাদের অর্থনীতির তরিকুল ইসলাম, আজকের আলােকিত সকালের আমিরুল ইসলাম ও বার্তাবাজার ডটকমের আল আমিন প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: